সড়ক দুর্ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ হস্তান্তর
<![CDATA[
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাদ মাগরিব জামালপুর পুলিশ লাইনস মাঠে সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবল মো. নুরুল ইসলাম ও কনস্টেবল মো. সোহেল রানার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, নিহতের পরিবার ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। এর আগে জামালপুর জেলা পুলিশের একটি দল নিহত দুজনকে ফিউনারেল গার্ড প্রদান করে।
পরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জ্ঞাপন ও শোকবার্তা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয় দুই পরিবারকে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
নিহত দুজন হলেন কনস্টেবল নূরুল ইসলাম, তিনি ময়মনসিংহের কোতায়ালির মৃত আবু বক্করের ছেলে। অন্যজন কনস্টেবল সোহেল রানা টাঙ্গাইল জেলার ঘাটাইলের তোফাজ্জল হোসেনের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
তারা দুজনই গত সোমবার (২৪ অক্টোবর) ঢাকা সিআইডি ল্যাবে পৃথক দুটি মামলার ডিএনএ টেস্ট শেষে জামালপুরে তাদের কর্মস্থলে ফিরছিলেন। রাত ৮টায় ট্রাকের ধাক্কায় তাদের বহনকারী মাইক্রোবাস চূর্ণবিচূর্ণ হয়ে তারা ঘটনাস্থলে মারা যান।
তাদের মৃত্যুতে সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে। তারা ওই পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
]]>




