সড়ক দূর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রংপুর-পার্বতীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ দিনাজপুরের কোতয়ালী থানার এলাকার আব্দুস সামাদের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে রংপুর-পার্বতীপুর সড়কের মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফরহাদ হোসেন মারা যান।
তিনি বলেন, ফরহাদ সর্বশেষ রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। পুলিশের একটি বিভাগীয় মামলা চলছিল ফরহাদের বিরুদ্ধে।
