হকিতে নাম লেখালেন সাকিব
একসময় বাংলাদেশে হকির জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। যদিও কালের বিবর্তনে সেই জনপ্রিয়তা হারিয়ে গেছে। তবে সুদিন ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে হকি ফেডারেশন।
একসময় বাংলাদেশে হকির জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। যদিও কালের বিবর্তনে সেই জনপ্রিয়তা হারিয়ে গেছে। তবে সুদিন ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে হকি ফেডারেশন।
এবার ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট শুরু করছে হকি ফেডারেশন। নতুন এই টুর্নামেন্টে দল কিনেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান মোনাক মার্ট হকির নতুন টুর্নামেন্টে দল কিনেছে। এর আগে বিপিএলেও দল কেনার আগ্রহ দেখিয়েছে সাকিবের মোনার্ক মার্ট।
সোমবার (৫ সেপ্টেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির দিনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সশরীরে হাজিরও হন সাকিব।
ছয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট। সাকিবের মোনাক মার্ট ছাড়াও দল কিনেছে ওয়ালটন গ্রুপ, একমি, রূপায়ন গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক।
ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেও সাকিবের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেখানে তিনি ক্রিকেটের শিক্ষা নিলেও অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গেই বিকেএসপিতে বেড়ে উঠেছেন। সাকিব তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্টের মাধ্যমে ক্রিকেটসহ অন্য খেলাকেও এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।
গণমাধ্যমকে সাকিব বলেন, ‘হকির যে সম্ভাবনা আমাদের বাংলাদেশে, আমার কাছে মনে হয় তা যে কোনো স্পোর্টসের চেয়ে বেশি। তাই হকির সঙ্গে থাকতে পেরে আমি খুশি। প্রথমত আমি যখন বিকেএসপিতে ভর্তি হই, আমার রুমমেট ছিল হকির খেলোয়াড়, আমার বড় ভাইরা হকির খেলোয়াড়। আমরা হকির খেলা দেখতে চলে যেতাম হকির মাঠে। তাই হকির প্রতি আগ্রহ অনেক আগে থেকেই ছিল। শুধু হকি নয়, যে কোনো স্পোর্টসের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা স্পোর্টস এমন একটা জায়গা, যেখানে থাকতে পারলে আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারি।’




