হকি বিশ্বকাপের শিরোপা জার্মানির ঘরে
<![CDATA[
মূল খেলায় সমতা ফেরার পরে খেলা যখন পেনাল্টি শুট আউটে গড়ায়, সেখানেও জমে ওঠে নাটকীয়তা। সেই নাটকীয়তা ভেঙে জয়ের হাসির মাধ্যমে শিরোপা নিয়ে ঘরে ফিরেছে জার্মানি। বিশ্বকাপ হকিতে বেলজিয়ামকে হারিয়ে এই জয়ের গৌরব অর্জন করেছে দেশটি।
রোববার (২৯ জানুয়ারি) ভারতের ভুবনেশ্বরে হকি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় বেলজিয়াম-জার্মানি। নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতা থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেও শেষ কিকের আগে সমতা বিরাজ করে। তবে শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় পায় জার্মানি। এটি জার্মানির তৃতীয় শিরোপা জয়। এর আগে ২০০২ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দেশটি।
আরও পড়ুন: সিৎসিপাসকে উড়িয়ে নাদালের পাশে জকোভিচ
খেলার প্রথম ১০ মিনিটে ফন ফ্লোরেন্ত ও ট্যানগুই কসিনস গোলে ২-০ গোলের লিড পায় বেলজিয়াম। প্রথম হাফ শেষে জার্মানির নিকলেস ওয়েলেনের গোলে ২-১ ব্যবধান আসে খেলায়। তৃতীয় কোয়ার্টারের ১২তম মিনিটে জার্মানির পিয়ালাত গনজালোর গোলে ২-২ সমতা ফেরে। সমতায় ফিরে দারুণ খেলতে থাকে দলটি।
৪৮ মিনিটে ম্যাটস গ্রামবুশের গোলে এগিয়ে যায় জার্মানি। স্কোরলাইন তখন দাঁড়ায় ৩-২। তবে ৫৯ মিনিটে বেলজিয়ামের খেলোয়াড় টম বুন খেলায় সমতা ফেরান। তাতে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ট্যানগুই কসিনসের শেষ শটটি মিস হলে পেনাল্টি শুটের ৫-৪ গোলে জয় পায় জার্মানি।
আরও পড়ুন: বাংলাদেশ সফরের সূচি নিয়ে ইংল্যান্ডের টালবাহানা
২০২১ সালে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিল বেলজিয়াম। আর ২০১৮ সালে এই ভারতের ভুবনেশ্বরেই জিতেছিল প্রথম বিশ্বকাপ। কিন্তু এবার ভাগ্য তাদের সহায় হলো না। এবারের হকি বিশ্বকাপ শুরু হয়েছিল গত ১৩ জানুয়ারি থেকে। যেখানে বিশ্বের মোট ১৬টি দেশ অংশগ্রহণ করে। হকি বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় হয়েছে নেদারল্যান্ডস। স্বাগতিক ভারত ও আর্জেন্টিনা যৌথভাবে নবম হয়েছে।
]]>