হল্যান্ডদের দাপটে শীর্ষস্থান দখল করল ম্যানসিটি
<![CDATA[
উলভারহ্যাম্পটনকে হারিয়ে আর্সেনালের কাছ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। আরলিং হল্যান্ড, ফিল ফোডেন ও জ্যাক গ্রেয়ালিশের গোলে শনিবার (১৭ সেপ্টেম্বর) ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টারের ক্লাবটি।
উভসের মাঠে এক মিনিটের মধ্যেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ডি-বক্সের ডান প্রান্ত থেকে কেভিন ডি ব্রুইনের গোলপোস্টের দিকে এগিয়ে দেয়া বলে পা ছুঁয়ে জাল খুঁজে পান গ্রেয়ালিশ। এবারের মৌসুমে দলের জার্সিতে ইংলিশ তারকার এটা প্রথম গোল।
আরও পড়ুন: মাসসেরার পুরস্কার জিতলেন ‘গোলমেশিন’ হল্যান্ড
ম্যানসিটির দ্বিতীয় গোলটি আসে আরলিং হল্যান্ডের পা থেকে। এই গোলে অ্যাসিস্ট করেন বের্নার্দো সিলভা। এ নিয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে ১১ গোল করলেন তিনি, তা-ও মাত্র ৭ ম্যাচে। গত মাসে লিগে ৯ গোল করে এ তারকা জিতেছেন মাসসেরার পুরস্কার। সব মিলিয়ে ম্যানসিটির হয়ে ১০ ম্যাচে হল্যান্ড করেছেন ১৪ গোল।
ম্যানসিটির দাপটের ম্যাচে নিষ্প্রভ ছিল উলভস। পুরো ম্যাচে তারা অন-টাগের্ট শট নিতে পেরেছে কেবল একটি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত থাকে পেপ গার্দিওলার শিষ্যদের। যদিও শেষ ৪৫ মিনিটে কেবল একটি গোল পায় তারা। ব্রুইনের পাস থেকে ৬৯ মিনিটে সেই গোলটি করেন ফিল ফোডেন।
আরও পড়ুন: স্থগিত হলো চেলসি-লিভারপুল, ম্যানইউ-লিডস ম্যাচ
এ জয়ের ফলে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থানে পৌঁছেছে ম্যানসিটি। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল নেমে গেছে এক ধাপ নিচে। সেরা পাঁচের বাকি তিন সদস্য টটেনহ্যাম, ব্রাইটন ও ম্যানচেস্টার ইউনাইটেড। এদের মধ্যে টটেনহ্যাম, ব্রাইটন ও ইউনাইটেডের পয়েন্ট যথাক্রমে ১৪, ১৩ ও ১২।
]]>