হল্যান্ডের জোড়া গোলে সহজ জয় পেল ম্যানসিটি
<![CDATA[
আবারো হল্যান্ড ম্যাজিক। কাতার বিশ্বকাপের জন্য একমাস মাঠে নামা হয়নি এই নরওয়েজিয়ানের। তবে তাতে তার ফর্মে এইটুকু ভাটা পড়েনি। একমাস পর প্রিমিয়ার লিগে ফিরেই আবারো গোল করলেন হল্যান্ড। আর লিডসের বিপক্ষে তার দল ম্যানচেস্টার সিটি জয় পেল ৩-১ গোলে।
প্রিমিয়ার লিগে বুধবার (২৮ ডিসেম্বর) রাতে পেপ গার্দিওলা তার দল সাজিয়েছিলেন সেরা একাদশ নিয়েই। ইনজুরির কারণে রুবিন দিয়াজ এবং বিশ্বকাপ জেতায় আর্জেন্টিনা থেকে এখনও দলের সঙ্গে যোগ দেননি জুলিয়ান আলভারেজ। তাতে আক্রমণে কোন পরিবর্তন দেখা যায়নি। ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে জেতেন হল্যান্ড। তবে গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন লিডস ডিফেন্ডার।
আরও পড়ুন: বিশ্বকাপ বিরতির পর ইপিএলে দারুণ শুরু লিভারপুলের
এরপর আক্রমণ করতে থাকেন গ্রিলিশ-মাহরেজ-হল্যান্ডরা। তবে লিডসের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। কিন্তু প্রথম হাফের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রি।
দ্বিতীয় হাফেও আক্রমণের হার বজায় রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। তার ফল পেতেও দেরি হয়নি তাদের। ম্যাচের ৫১ তম মিনিটে গ্রিলিশের পাস ডি-বক্সের ভিতরে পেয়ে সহজ এক গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন হল্যান্ড। তার ১৩ মিনিট পর আবারো গ্রিলিশ-হল্যান্ড জুটি। কেভিন ডি ব্রুইনে থেকে পাস পেয়ে তা গ্রিলিশকে বাড়ান হল্যান্ড। গ্রিলিশ থেকে ফিরতি পাস পেয়ে ওয়ান টাচে গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন এই নরওয়েজিয়ান।
ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করেন প্যাসকেল স্ট্রুইজক। তারপর আর গোল করতে পারেনি কোন দল। ফলে এই ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে জোড়া গোল করে প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০ গোল করেছেন হল্যান্ড। চলতি মৌসুমে লিগে হল্যান্ড মাত্র ১৪ ম্যাচে ২০ গোল করেছেন।
আরও পড়ুন: নটিংহ্যামকে হারিয়ে সেরা চারের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
এই জয়ে টেবিলের দুইয়ে উঠে এলো ম্যানসিটি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। আর সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।
]]>