Feni (ফেনী)আইন-আদালতফেনী সদররাজনীতিসর্বশেষ
হাইকোর্টে জামিন পেলেন চেয়ারম্যান রিপন
নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কলমির চর এলাকায় বড় ফেনী নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন সহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন মজিবুল হক রিপন। তিনি ফেনী সদর উপজেলা ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি।
আদালত সূত্র জানায়, রবিবার উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মজিবুল হক রিপন। তার আইনজীবী আবু তালেব জেকব জানান, বিচারপতি মো: সেলিম ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খান এর বেঞ্চ রিপনকে আগাম জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে ৬ সপ্তাহের মধ্যে ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন।