হাইতিবিলে পলো উৎসবে নামলেন হাজারো মানুষ
<![CDATA[
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের হাপাতিবিলে দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে গ্রামের পঞ্চায়েত কমিটির অনুমতি নিয়ে হাপাতি বিলে পলো দিয়ে মাছ ধরার জন্য মিলিত হন কয়েক হাজার মানুষ।
এক সময় হাওড় অঞ্চলের ঐতিহ্য ছিল বিলে দলবেঁধে মাছ ধরা। গ্রামের বিভিন্ন বয়সী মানুষ দিনক্ষণ ঠিক করে মাছ ধরার উৎসবে মেতে উঠতো। তবে সুনামগঞ্জের বেশিরভাগ বিল ইজারা হওয়ায় হাওড় এলাকার এই প্রথা বিলুপ্তির পথে। কালের বিবর্তনে গ্রামীণ অন্যান্য ঐতিহ্যের মতো মাছ ধরা উৎসবটাও হারাতে বসেছে।
পলো দিয়ে মাছ ধরার পুরোনো এই ঐতিহ্য ধরে রাখতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে দীর্ঘ ৫ বছর পর পলো বাওয়া উৎসব হয়েছে। শনিবার দুপুরে এক থেকে দেড় ঘণ্টার পলো বাওয়া উৎসব চলে শ্রীরামসি গ্রামের হাপাতি বিলে। পলো দিয়ে বিলে মাছ ধরা দেখতে ঢল নামে হাজারো মানুষের।
আরও পড়ুন: নেত্রকোনায় দুই বছর থমকে ছিল যে সড়কের নির্মাণকাজ
স্থানীয়রা জানান, ২০১৭ সালের পর শ্রীরামসি গ্রামের হাপাতি বিল আর পলো বাওয়া হয়নি। দীর্ঘ ৫ বছর পর গ্রামের পঞ্চায়েতের নির্ধারিত দিনে শনিবার এ বিলে পলো দিয়ে মাছ ধরা উৎসব হয়। এ উৎসবে অংশ নেন শ্রীরামসিসহ আশপাশের গ্রামের প্রায় ৩ হাজার মাছ শিকারী। তবে, বিলের দুইপাড়জুড়ে পলো বাওয়া দেখতে ভিড় জমান কয়েক হাজার উৎসুক জনতা। পলোতে ধরা পড়ে বোয়াল, শোল, মাগুর ও গজারসহ ইত্যাদি মাছ।
শ্রীরামসি গ্রামের যুবক এনাম আহমেদ বলেন, ২০১৭ সালে এ বিলে মাছ ধরেছিলাম। গত ৫ বছর পর বিলে মাছ কম থাকায় পলো বাওয়া হয়নি। এ বছর বিলে অনেক মাছ। আমরা ৫ ভাই মিলে বোয়াল, শোলসহ বিভিন্ন জাতের মাছ ধরেছি। অনেক আনন্দ লাগছে।
]]>




