হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে গোল পেল না কেউ
<![CDATA[
নকআউট নিশ্চিতের ম্যাচে ফুরফুরে মেজাজে স্পেন। আর আসরে টিকে থাকার লড়াইয়ে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ‘ই’ গ্রুপের হাইভোল্টেজ এ ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পেল না কোনো দল।
রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে আল বায়েত স্টেডিয়ামে শুরু থেকেই বল নিজেদের দখলে রেখেছে স্পেন। ম্যাচের ৭ মিনিটেই গোলের সুযোগ পায় স্প্যানিশরা। কিন্তু ড্যানি ওলমোর শট বাঁচিয়ে জার্মানিকে স্বস্তি দেন ম্যানুয়েল নয়ার।
এর ৩ মিনিট পর সুযোগ এসেছিল জার্মানিরও। লিও গোরেৎজকা স্পেনের ডিফেন্সের বুক চিরে মাঝখান দিয়ে বল নিয়ে এগিয়ে যান। ন্যাব্রিকে লক্ষ্য করেন গোরেৎজকা। ন্যাব্রি বক্সে প্রবেশ করেন এবং সাইমনকে টপকে বলটি গোলে ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু শটটি ব্লক করে স্প্যানিশ কিপার। তবে রেফারি অফসাইডের জন্য বাঁশি বাজান। ২৬তম মিনিটে জার্মান গোলরক্ষকের ভুলে বড় বিপদে পড়তে বসেছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কিন্তু তোরেসের দুর্বল শটে রক্ষা পায় জার্মানি।
ম্যাচের ৩৯তম মিনিটে সেট পিস থেকে গোল করেছিলেন জার্মানি ডিফেন্ডার রুডিগার। যদিও জার্মান শিবিরে স্বস্তি এল না। ভিএআরে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: কানাডার জালে ক্রোয়েশিয়ার এক হালি গোল
জার্মানি একাদশ
ম্যানুয়েল নয়ার (গোলরক্ষক), অ্যান্টনিও রুডিগার, ডেভিড রাম, থিলো কেহরার, জোশুয়া কিমিচ, লিও গোরেৎজকা, সার্জ ন্য়াব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালা, নিক্লাস সুলে, ইকে গুন্ডোগান।
স্পেন একাদশ
সাইমন (গোলরক্ষক), রদ্রি, জর্ডি আলবা, ড্যানি কার্ভাহাল, আইমেরিক লাপোর্তে, সের্গিও বুসকেতস, গাভি, পেদ্রি, মার্কো অ্যাসেনসিও, ফেরান তোরেস, ড্যানি ওলমো।
]]>




