বিনোদন

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বলসোনারোকে হারালেন লুলা

<![CDATA[

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পেছনে ফেলে এগিয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থী লুলা দা সিলভা।

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম দফায় বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় তাকে পেছনে ফেলেছেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থি লুলা দা সিলভা। লুলা পেয়েছেন ৫০ দশমিক ৫৩ শতাংশ ভোট। আর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ৪৭ শতাংশ ভোট। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা। লুলার জয়ে আনন্দ-মিছিল করেছেন লুলার সমর্থকরা। এ ফলাফলকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: রান-অফের আগে বলসোনারো-লুলার চরম বাগ্‌যুদ্ধ

গেল ২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়। সে সময় লুলা পান ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। বলসোনারো পান ৪৩ দশমিক ৩ শতাংশ। তবে নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে ডেটাফোলহা ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে লুলা এগিয়ে ছিলেন। তবে ব্যবধান অনেক কম ছিল। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ লুলাকে ও ৪৮ শতাংশ বলসোনারোকে সমর্থন দিয়েছিলেন। জরিপের চেয়েও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে ভোটের মাঠে।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা। আর দায়িত্ব নিয়েই তাকে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করছেন অনেকে। নতুন প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা-পরবর্তী সময়ে বিপর্যস্ত অর্থনীতির গতি ফেরানো ও নিম্ন আয়ের মানুষের কষ্ট দূর করা। লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

এদিকে লুলা দা সিলভার জয়ে আনন্দ-মিছিল করেন তার সমর্থকরা। অন্যদিকে বলসোনারো পিছিয়ে পড়ায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তার সমর্থকদের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!