বাংলাদেশ
হাতিয়ায় ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
<![CDATA[
নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা বাজার এলাকায় অভিযান এসব কারেন্ট জাল জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযানে ৩টি গুদাম তল্লাশি করে ২২ লাখ মিটার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা। এসময় জালের গুদামের মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: চাঁদপুরে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
অভিযানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরবর্তীকালে জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
]]>




