‘হাতিয়া দ্বীপের ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন
<![CDATA[
নোয়াখালীর হাতিয়া দ্বীপের ইতিহাস সমৃদ্ধ ‘হাতিয়া দ্বীপের ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটিতে দ্বীপের ইতিহাস, দ্বীপের নামকরণ, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনমান ও পরিচিতি তুলে ধরা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
আরও পড়ুন: শত বছরের অন্ধকারের গল্প ছাপিয়ে আলোকিত হচ্ছে হাতিয়া
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন, অধ্যক্ষ এ কে এম মানছুরুল হক, বইটির লেখক ফজলে এলাহী শাহিন, মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ আজমির হোসেন প্রমুখ।
বক্তারা বইটির মাধ্যমে হাতিয়া দ্বীপের শতবছরের ইতিহাস তুলে ধরার জন্য লেখকের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
]]>