খেলা

হাতিল ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি সই

<![CDATA[

ফার্নিচার এখন শুধুমাত্র ঘরের প্রয়োজনীয়তা মেটানোর জন্যই কেনা হয় না, একজন মানুষের ব্যক্তিত্বও ফুটে ওঠে তার ঘরটি কীভাবে সাজানো তার ওপর। ঘর সাজানোর জন্য যে জিনিসটি প্রধান এবং অন্যতম হিসেবে গণ্য করা হয়, তা হচ্ছে ফার্নিচার।

জীবনযাত্রার মানকে আরও সহজতর ও উন্নত করতে বাংলাদেশের প্রিমিয়াম ফার্নিচার ব্রান্ড হাতিল এবং গ্রামীণফোনের মধ্যে একটি চুক্তি হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জিপি হাউসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ রহমান গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহকদের সুবিধা দেয়ার জন্য চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ চুক্তির অধীনে গ্রামীণফোন জিপিস্টার গ্রাহকরা হাতিলের ই-কমার্স সাইট থেকে আসবাবপত্র ক্রয়ে সব পণ্যের ওপর ৫ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

এ বিষয়ে হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘হাতিল সব সময়ই সর্বোত্তম মানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এবং আমাদের ডিজাইনগুলো গ্রাহকদের পছন্দ এবং ব্যবহার উপযোগিতাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়। গ্রামীণফোন বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন অপারেটর এবং তাদের সর্বাধিক গ্রাহক রয়েছে। এটি আমাদের জন্য আনন্দের যে এ চুক্তির মাধ্যমে গ্রামীণফোন এবং হাতিল তাদের গ্রাহকদের প্রিমিয়াম সেবা দিতে পারবে।’

এ অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, ‘গ্রামীণফোন সবসময় আমাদের বিশ্বস্ত গ্রাহকদের সেরা সেবা এবং অফার দিতে সচেষ্ট। লাইফস্টাইল পার্টনার হিসেবে, গ্রামীণফোন বাংলাদেশে আসবাবের প্রিমিয়াম ব্র্যান্ড হাতিলের সঙ্গে পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপ আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!