হাথুরুসিংহেকে ফেরানোর যে ব্যাখ্যা দিলেন পাপন
<![CDATA[
চান্ডিকা হাথুরুসিংহে প্রথম মেয়াদে প্রায় তিন বছর বাংলাদেশের কোচ ছিলেন। আবারও টাইগার শিবিরে ফিরছেন তিনি। নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়া লঙ্কান এই কোচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন। ইংল্যান্ড সিরিজ দিয়েই অ্যাসাইনমেন্ট শুরু হবে তার।
প্রথম মেয়াদে চান্ডিকা বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ২০১৭ সালের মাঝামাঝি সময় পর্যন্ত। এরপর কিছু বিতর্ক নিয়ে টাইগারদের দায়িত্ব ছাড়েন তিনি। আবারও কেন হাথুরুসিংহেকে কোচ বানাল বিসিবি? সংগঠনটির সভাপতি নাজমুল হাসান পাপন ব্যাখ্যায় বলেছেন, অনেকগুলো কারণে হাথুরুসিংহেকে দায়িত্ব দিয়েছেন তারা।
আরও পড়ুন: পাইপলাইনে ক্রিকেটার বাড়াতে বিশেষ পরিকল্পনা বিসিবি নারী উইংয়ের
মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাথুরুসিংহের কোচ হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর পাপন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি জানান, ‘অনেকগুলো কারণে ওকে ফিরিয়েছি। একটা হচ্ছে অতীত অভিজ্ঞতা। তার মতো হাই লেভেল কোচ কিংবা মিড লেভেলেও যদি কোচ খুঁজতে যাই, তারা এতদিন থাকতে পারবে না। ওরা দিনের হিসাব খোঁজে। ১৫০ দিন, ২০০ দিন, ২০০ এর ওপরে তো যায়-ই না। আবার অনেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত, ছুটি দিতে হবে। ছুটি দেয়ার সময় যদি জাতীয় দলে খেলা থাকে তাহলে কে দেখবে?’
আরও পড়ুন: বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
পাপন আরও বলেন, ‘আমরা চিন্তা করে দেখলাম হাথুরুসিংহের এসব কিছু নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে। নিউ সাউথ ওয়েলসে গেছে, নিউ সাউথ ওয়েলসেই ছিল। বিসিবির সঙ্গে এসেছে তখন শুধু বাংলাদেশে। এটা ওর সুফল। চুক্তি অনুযায়ী একটা ছুটি দিতে হবে, সেটা তো আছেই। এর বাইরে কোনো অঙ্গীকার নেই।’
]]>