হারিকেন ফিওনা: ৪ জনের মৃত্যু, বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা
<![CDATA[
ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে হারিকেন ফিওনার আঘাতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো মানুষ। ডেমিনিকান প্রজাতন্ত্রেও প্রবল বৃষ্টিতে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে বন্যা। এদিকে শক্তিশালী টাইফুন নানমাদলের তাণ্ডবে জাপানেও ৪ জনের মৃত্যু হয়েছে।
শক্তিশালী হারিকেন ফিওনার আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো। সোমবার (১৯ সেপ্টেম্বর) দ্বীপটিতে আঘাত হানে ফিওনা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে পানিতে ভেসে গেছে একটি ব্রিজ। ডুবে গেছে দুটি বিমানবন্দর।
এরইমধ্যে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। পানিতে আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। চলছে উদ্ধারকাজ।
এর আগে ২০১৮ সালে হারিকেন মারিয়ার প্রভাবে দ্বীপটিতে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাব এখনও কাটেনি। এবার ফিওনার আঘাত দ্বীপবাসীর জীবন-জীবিকায় হুমকি তৈরি করবে বলে আশঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের।
এদিকে হারিকেনটি পুয়ের্তো রিকো থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রেও আঘাত হেনেছে। যার প্রভাবে ভারি বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। বিদ্যুৎবিচ্ছিন্ন অন্তত ১১ হাজার মানুষ। পানিতে ভেসে গেছে বহু ফসলি জমি। বেশ কয়েকটি রাস্তা প্লাবিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি শহর। বন্যার্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
এদিকে হারিকেনটি তুর্রস ও কাইকোস দ্বীপে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
অন্যদিকে টাইফুন নানমাদল এখনও তাণ্ডব চালাচ্ছে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে পড়েছেন অন্তত তিন লাখ মানুষ। যেকোনো দুর্ঘটনা এড়াতে ৯০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী টোকিওতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরইমধ্যে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে, ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও। টোকিও এবং কিউশুর একটা বড় অংশে বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
]]>




