বিনোদন

হারের কারণ হিসেবে সার্বিক ব্যর্থতাকেই দুষলেন রোহিত

<![CDATA[

বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে এক উইকেটে এবং বুধবারের (৭ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মারা হেরেছে ৫ রানে। টানা দুই হারে সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। এমন হারের কারণ হিসেবে দলের সার্বিক ব্যর্থতাকেই দুষেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

৬৯ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে গড়েন প্রায় দেড়শ রানের জুটি। মিরাজ পূর্ণ করেন নিজের প্রথম ওয়ানডে শতকও। তাতে সবকটি ওভার শেষে ২৭১ রান করে টাইগাররা। ম্যাচ শেষে তাই মিরাজ-রিয়াদ জুটিকে কৃতিত্ব দিয়েছেন রোহিত।

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, ‘মেহেদী ও মাহমুদউল্লাহ দারুণ একটা পার্টনারশিপ গড়েছিল। এমন জুটি ভাঙার জন্য আমাদের রাস্তা খুঁজতে হবে। ওয়ানডে ক্রিকেটে জুটি গড়া খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতার মতো পার্টনারশিপ গড়তে হবে, মিরাজ-রিয়াদ সেই কাজটিই করেছে। ৭০ রানের জুটি পেলে সেটাকে অবশ্যই ১১০-১২০ এ রূপান্তর করা উচিত।’

আরও পড়ুন: রোহিতের ব্যাটিংয়ে মুগ্ধ রাহুল 

হারের জন্য নিজ দলের বোলারদের দোষারোপ করে রোহিত বলেন, ‘আপনি যখন একটা ম্যাচ হারবেন, তখন সেটা থেকে অনেক পজেটিভ ও নেগেটিভ বিষয় শেখার থাকে। বাংলাদেশের ৬৯ রানে ৬ উইকেট থেকে ২৭০-এর বেশি করে ফেলাটা আমাদের বোলারদের ব্যর্থতার কথাই বলে। শুরুটা ভালো হয়েছিল। কিন্তু মাঝের ওভারগুলো ও শেষের দিকে দলের ক্ষতি হয়েছে। গত ম্যাচেও একই ঘটনা ঘটেছিল। এটা নিয়ে আমাদের কাজ করা উচিত।’

হোয়াইটওয়াশ এড়াতে আগামী শনিবারের (১০ ডিসেম্বর) ম্যাচটি জিততেই হবে ভারতকে। তবে তা-ও অনেক কঠিন হবে টিম ইন্ডিয়ার জন্য। কারণ ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের অধিনায়ক রোহিতসহ আরও দুই খেলোয়াড়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!