হাসপাতালের সামনে নারীর সন্তান প্রসব
<![CDATA[
গাইবান্ধা সদর হাসপাতালের সামনে সন্তান প্রসব করেছেন এক নারী।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টায় গর্ভবতী মা গাইবান্ধা জেলা সদর হাসপাতালের সামনে ছেলে সন্তান প্রসব করেন।
ওই নবজাতকের মা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের রহমতপুর জাদুপাড়া এলাকার হাকিম মিয়ার স্ত্রী নসিমন বেগম।
স্থানীয়রা জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি হন নসিমন বেগম। পরে চিকিৎসককে না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলে প্রসব বেদনা উঠলে হাসপাতালে গেটের সামনে প্রসব করেন।
আরও পড়ুন: হাসপাতালে-চিকিৎসা-না-পেয়ে-সিএনজি-অটোরিকশায়-সন্তান-প্রসব
ছেলে সন্তান সুস্থ থাকলেও প্রসূতি মা অসুস্থ হওয়ায় পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের চিকিৎসক জানান, নবজাতক সুস্থ আছেন। তবে প্রসূতির একটু সমস্যা হয়েছে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।
]]>




