হাসপাতালে নাসিম, বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা
<![CDATA[
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন নাসিম। কষ্ট হচ্ছিল শ্বাসপ্রশ্বাসে। বাধ্য হয়ে ভর্তি হতে হন হাসপাতালে। তাই খেলা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচটি। সিরিজের বাকি ম্যাচেও অনিশ্চিত এই ডানহাতি পেসারের।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ‘ভাইরাল সংক্রমণের জন্য নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর শারীরিক অবস্থা স্থিতিশীল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিউমোনিয়া ধরা পড়ায় সুস্থ হয়ে উঠতে সময় লাগবে নাসিমের। তাই সিরিজের বাকি দুই ম্যাচে তাকে পাবে না পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ও আগামী ২ অক্টোবর।
আরও পড়ুন:বিশ্বকাপের আগে ফের ইনজুরিতে বুমরাহ
শুধু ইংল্যান্ড সফরই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও নাসিমকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। আগামী ৭ অক্টোবর নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে সিরিজটি। এই সিরিজ খেলতে পাকিস্তান দল নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে আগামী ৩ অক্টোবর। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।
২ তারিখ শেষ হওয়া ইংল্যান্ড সিরিজ যেহেতু খেলতে পারছেন না এই তারকা, ৩ তারিখ দলের সঙ্গে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেওয়াটাও তার জন্য প্রায় অসম্ভব।
আরও পড়ুন:টানা ২ ছয় হাঁকিয়ে ব্যাটকে নিলামে তুলছেন নাসিম শাহ
পিসিবি জানিয়েছে, ত্রিদেশীয় সিরিজে নাসিম খেলতে পারবেন কিনা সে বিষয়ে বোর্ডের মেডিকেল প্যানেল তার শারীরিক অবস্থার উন্নতি দেখেই সিদ্ধান্ত নেবে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে খেলা নাসিম পরের তিন ম্যাচেই ছিলেন বিশ্রামে। পঞ্চম ম্যাচে খেলায় ফেরার কথা থাকলেও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় আর খেলা হয়নি।
পিসিবি সে বিবৃতিতে বলেছে, ‘নাসিম শাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এবং মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে আছে। সামনের ম্যাচগুলো সে খেলতে পারবে কি না এবং নিউজিল্যান্ডে যাওয়ার বিষয়ে মেডিকেল প্যানেল সিদ্ধান্ত নেবে।’
]]>