বাংলাদেশ
হাসারাঙ্গার দুর্দিন, ফিঞ্চের নড়বড়ে ব্যাটিংয়ের পরও জিতল অস্ট্রেলিয়া
<![CDATA[
বল হাতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন কাটিয়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩ ওভার বল করে উইকেটশূন্য থেকে তিনি খরচ করেছেন ৫৩ রান। অন্যদিকে টি-টোয়েন্টি খেলতে নেমে টেস্ট মেজাজে ব্যাট করে দলকে চাপে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে মার্কাস স্টইনিস ও গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া।
পার্থে মঙ্গলবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার দেয়া ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। তার ইনিংস থেকে ৪টি বাউন্ডারির সঙ্গে আসে ৬টি ছক্কার মার।
বিস্তারিত আসছে…
]]>




