খেলা

হাসিনাকে উৎখাতে সহিংস বিক্ষোভের প্রস্তুতি বিএনপির

শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে ইস্যু করে সহিংস বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন খবর দেয়া হয়েছে।

চারদিনের ভারত সফর শেষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভারত সফরকে ইস্যু করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বিএনপি ও জামায়াতে ইসলামির নেতাকর্মীরা।

শেখ হাসিনার ভারত সফরের শুরু থেকেই ভিত্তিহীন নানা অভিযোগ তুলতে শুরু করে বিরোধী নেতারা। প্রধানমন্ত্রীর দেশে ফেরার একদিন পরই ফের সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। তার এ সফর থেকেও আমরা কিছুই পাইনি।’

চলতি মাসের শুরুর দিকে (৫ সেপ্টেম্বর) চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, মানবপাচাররোধ ইত্যাদি অগ্রাধিকার পায়।

সফরকালে দুই প্রধানমন্ত্রী দুদেশের যৌথ উদ্যোগে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে খুলনার রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এ সফরে এক যৌথ বিবৃতিকালে বাংলাদেশি পণ্য তৃতীয় কোনো দেশে রফতানির জন্য ফ্রি ট্রানজিটের প্রস্তাব দিয়েছে ভারত।

দ্বিপক্ষীয় বৈঠকের পর অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ প্রতিবেশী ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই তিস্তা নদীর পানি ভাগাভাগি বিষয়ক তিস্তা চুক্তিও খুব দ্রুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে বিভিন্ন ক্ষেত্রে এতসব সহযোগিতা চুক্তি অগ্রাহ্য করেই বিরোধীরা তিস্তা চুক্তিকে উদ্দেশ্যমূলকভাবে ইস্যু করার চেষ্টা করছে বিরোধী নেতারা। তারা আবারও বলতে শুরু করেছেন, ‘শেখ হাসিনা ভারতকে অনেক বেশি দিয়েছেন, বিনিময়ে কিছু আনতে পারছেন না।’

বাংলাদেশ এখনও প্রধানত কৃষিপ্রধান ও নদীমাতৃক দেশ। নদীর পানিকে কৃষকরা তাদের রুটি-রুজির বিষয় হিসেবে দেখে থাকেন। আর এ বিষয়টাকেই বিরোধীরা ইস্যু হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে গত কয়েকদিনে দেশজুড়ে সহিংস বিক্ষোভ প্রতিবাদ বাড়িয়েছে বিরোধীরা। এসব বিক্ষোভে ইতোমধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘বিরোধীরা এখন বিক্ষোভের ক্ষেত্রে আরও সহিংস হয়ে উঠতে পারে।’

বিএনপি ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে শেখ হাসিনার সরকার উৎখাতের ডাক দিয়েছে। দলটির এক নেতা এমনকি ‘আরেক ১৯৭৫’ ঘটার হুমকি দিয়েছেন। এর মাধ্যমে ওই নেতা মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম ও নৃশংস হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করেছেন।

এদিকে দীর্ঘ সময়ের মিত্র জামায়াতে ইসলামী থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে বিএনপি। একই সঙ্গে কামাল হোসেনের গণ ফোরামের মতো ধর্মনিরপেক্ষ দলগুলো দলে ভেড়ানোর চেষ্টা করছে। বিএনপির এ কৌশলকে ‘নিজেদেরকে মধ্যপন্থী ও গ্রহণযোগ্য করে তোলার নতুন প্রকল্প’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

যেমনটা বলছেন, বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘মিডনাইট ম্যাসাকার’ শীর্ষক বইয়ের লেখক সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি বলেন, ‘এটা বিএনপির একটি চালাকি। এর মাধ্যমে তারা ভারত ও পশ্চিমের কাছে আরও গ্রহণযোগ্যতা অর্জন করতে চায়।’

এ বিশ্লেষক আরও বলেন, ‘কিন্তু এমনটা কখনই ঘটবে না। প্রকৃত বাস্তবতা বিএনপির আইনপ্রণেতা রুমিন ফারহানার এক বক্তব্যে উঠে এসেছে। বিএনপি ও জামায়াতের সম্পর্ককে তিনি ‘একই মায়ের সহোদর ভাই’ হিসেবে বর্ণনা করেছেন।

বিষয়টা জামায়াত নেতাদের মুখ ফসকেও বেরিয়ে এসেছে। চলতি মাসে এক কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামি’র নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি বলেছেন, কট্টর বামপন্থী, কট্টর ডানপন্থী ও অন্যান্য শক্তির সঙ্গে বৃহত্তর জোট গঠনের মাধ্যমে দলমত নির্বিশেষে সরকার উৎখাতে আমাদেরকে শেষ পর্যন্ত লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

ইন্ডিয়া টুডে বলেছে, বিএনপি দৃশ্যত জামায়াতকে দূরে ঠেলে দেয়ার ভান করছে। কিন্তু বাস্তবে তারা তলে তলে জামায়াতের সঙ্গে মিলে রাস্তায় সহিংস বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। যেমনটা ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!