হিমেল বাতাস আর কুয়াশায় শীতের আমেজ
<![CDATA[
উত্তরের জনপদ নীলফামারী শীতপ্রধান এলাকা। হিমালয়ের পাদদেশের এলাকা হওয়ায় এ অঞ্চলে শীতের প্রকোপ সবসময় থাকে বেশি। গত কয়েক সপ্তাহ ধরে এখানে সন্ধ্যার পর বইছে হালকা হিমেল ঠান্ডা বাতাস। আর ভোরবেলা থেকে সকাল ৭টা পর্যন্ত হালকা কুয়াশায় ঢাকা থাকছে শহর।
কুয়াশার কারণে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোরে কাজে বের হওয়ার কারণে দিনমজুর বা খেটে খাওয়া মানুষ হালকা শীতের কারণে ইতোমধ্যেই গরম কাপড় পরতে শুরু করছেন। ভোরের দিকে দোকানিরা শীতকালীন পিঠা বিক্রি করতে শুরু করেছেন।
গত কয়েক দিন ধরে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। তবে সূর্য ওঠার পর ক্রমেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে।
আরও পড়ুন: উত্তরে তাপমাত্রা কমছে, দক্ষিণে শীত পড়বে আরও পরে
রোববার (৬ নভেম্বর) সকালে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর থেকে শীত ও কুয়াশার তীব্রতা কিছুটা হলেও বাড়তে শুরু করবে।
]]>