হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
<![CDATA[
হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল ম্যাচের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বের বন্ধন ফুটে উঠেছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের অনেক কিছুর সঙ্গে জড়িয়ে আছে ভারতের নাম। তারা প্রশিক্ষিত কোনো খেলোয়াড় নন। সবাই দুদেশের কলমযোদ্ধা। তবুও কলম ছেড়ে গায়ে রঙ্গিন জার্সি জড়িয়ে মাঠে দৌড়েছেন ভারত ও বাংলাদেশের সাংবাদিকরা। তাদের গুটি গুটি পায়ের খেলা উচ্ছ্বসিত করে তোলে মাঠের চারপাশে থাকা দর্শকদের।
খেলায় অংশ নেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাব ও বাংলাদেশের হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা। ২-২ গোলে শেষ হয় এই ফুটবল খেলা।
ভারতীয় সাংবাদিকদের আহ্বানে এই খেলার আয়োজন করে হাকিমপুর উপজেলা প্রেস ক্লাব। এই আয়োজন দুটি দেশের সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি করবে বলে আশাবাদী ভারত-বাংলাদেশের সাংবাদিকরা।
এ বিষয়ে জানতে চাইলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবিত্র মোহান্ত বলেন, হিলি হাকিমপুর প্রেস ক্লাবের আমন্ত্রণে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের ১৪ জন সদস্য সফরে বাংলাদেশে এসেছি। আমরা এখানে চারদিন থাকব।আজকে হাকিমপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলেছি। বেশ ভালো লেগেছে।
আরও পড়ুন: হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফুটবল ম্যাচের আয়োজন
হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান বলেন, দেশ স্বাধীনের পর এ প্রথম দুদেশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হলো। অনেক ভালো লেগেছে।
সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ভারত বাংলাদেশের সাংবাদিকরা কিভাবে একত্রিত হতে পারি তারই অংশ হিসেবে আজকে ১৪ জন ভারতীয় সাংবাদিক বাংলাদেশে আসেন। আজকে আমরা সবাই মিলে ফুটবল টুর্নামেন্ট খেলেছি।
এ বিষয়ে হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, দীর্ঘদিন পর হলেও আজকে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আমরা ফুটবল খেলার মাধ্যমে আমরা আনন্দ করেছি। খেলার মাঠের দর্শনার্থীদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ছিল। এ ধরনের আয়োজন আমরা প্রতিবছর করতে চাই। এতে দুদেশের সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক, ভাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।
এর আগে শনিবার দুপুরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের ১৪ জন সদস্য হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশের সাংবাদিকরা।
]]>




