বিনোদন

হিলিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

<![CDATA[

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ প্রতিপাদ্যে দিনাজপুরের হিলিতে পালিত হয়েছে বিশ্ব মানসিক দিবস।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাসের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুন: যেভাবে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মানসিক রোগের কুফল তুলে ধরে এই রোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় মেডিকেল অফিসার ডা. সুলতান মাহামুদ হাসান, হুমায়ন কবির, রাকিব হাসান, কামরুন নাহার আজাদীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!