হিলি সীমান্তে ‘রেড অ্যালার্ট’
<![CDATA[
ঢাকার আদালত থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুই জঙ্গি যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২০ নভেম্বর) বিকেলে পুলিশ হেড কোয়াটার থেকে নির্দেশনা আসার পরে এই সতর্কতা জারি করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মাইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল সাকিব (৩৪) যেন কোনোভাবেই ভারতে পালিয়ে যেতে না পারে। এ কারণে অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই / গ্রেফতার দুজনসহ ১০ জন রিমান্ডে
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েম মিয়া জনান, পুলিশ হেডকোয়ার্টার থেকে হত্যা মামলার ২ আসামি দেশ ত্যাগের নির্দেশনার একটি পরিপত্র পুলিশ হেডকোয়ার্টার থেকে আসার পর থেকে সীমান্ত এলাকায় সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনোভাবে যেন হত্যাকারী দুইজন দেশ ত্যাগ করতে না পারে।
এদিকে ইমিগ্রেশনের পাশাপাশি হিলি ও এর আশপাশের সীমান্ত এলাকাগুলোতেও সতর্ক রয়েছে বিজিবি। আসামির পাশাপাশি কেউ যাতে কোনোভাবে সীমান্ত অতিক্রম করতে না পরে সেজন্য এই সতর্কতা বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
]]>