হিলি স্থলবন্দর: দেশি পেঁয়াজের ঝাঁজে কমেছে আমদানি
<![CDATA[
বাজারে উঠেছে দেশে উৎপাদিত গুটি বা মুড়িকাটা পেঁয়াজ। এর প্রভাব পড়েছে ভারতীয় আমদানি পেঁয়াজে। তুলনামূলক কম দামে বাজারে দেশীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে, ফলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে।
বুধবার (১৮ জানুয়ারি) হিলি বন্দর দিয়ে পেঁয়াজ এসেছে মাত্র ৪ ট্রাক। গত বছর যেখানে প্রতিদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি হতো ৩০-৪০ ট্রাক। সেখানে বর্তমানে প্রতিদিন মাত্র ৪-৬ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে মাত্র ৪ ট্রাক।
ব্যবসায়ীরা বলছে, পেঁয়াজ আমদানিতে কেজি প্রতি ভাড়া গুণতে হয় সর্বনিম্ন ৬ টাকা ৭০ পয়সা থেকে ৭ টাকা পর্যন্ত। ৩০ টন পেঁয়াজ ভর্তি ট্রাক দেশে নিয়ে আসতে হলে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা ভাড়া গুণতে হচ্ছে। এছাড়াও ভারত থেকে কাঁচা পেঁয়াজ কেনার পর সেটা দেশে আসতে আসতে শুকিয়ে গিয়ে ট্রাক প্রতি কমে যাচ্ছে প্রায় ৪০০ থেকে ৫০০ কেজি।
আরও পড়ুন: হিলিতে কমেছে পেঁয়াজের দাম
আমদানিকারকরা বলছে, এসব পেঁয়াজ বাজারজাত করতে দীর্ঘ সময় লাগায় পেঁয়াজের ভেতর গাছ গজিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে গেলে লোকসানের মুখে পড়বে হবে।
দেশের বাজারে উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকা। আবার খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজিতে। একই বাজারে ভারত থেকে আমদানি করা লাল পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৪ টাকায়। এতে ক্রেতার চাহিদা তালিকায় স্থান পাচ্ছে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ।
অপরদিকে ভারত থেকে আমদানি করা নাসিক, পাটনা, গুজরাট, ইন্দ্রো ও শেখপুরা পেঁয়াজ ব্যবসায়ীদেরকে কিনতে হয় ভারতীয় ১৪ থেকে ২২ রুপিতে। গাড়ি ভাড়া, এলসি খরচ ও ডিউটিসহ অন্যান্য কার্যক্রম শেষে দেশের বাজারে এই পেঁয়াজ আমদানি করতে আমদানিকারকদের খরচ হচ্ছে দেশীয় টাকায় ৩৪ থেকে ৩৫ টাকা।
আরও পড়ুন: হিলিতে কমেছে পেঁয়াজের দাম
ভারত থেকে পেঁয়াজ আমদানিকারক নাজমুল চৌধুরী বলেন, ‘বর্তমানে ভারতে পেঁয়াজের দাম অনেক বেশি। তুলনামূলক দেশি পেঁয়াজের দাম কম। তাই পেঁয়াজ আমদানি করতে গেলে লোকসানের মুখে পড়তে হবে। এরইমধ্যে কয়েক ট্রাক পেঁয়াজ আমদানি করে লোকসান গুণতে হয়েছে আমাকে।’
স্থানীয় পাইকার সেলিম মিয়া বলেন, ‘বন্দর থেকে আমরা প্রতিদিন পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন জায়গায় পাঠাই। তবে বাজারে দেশি পেঁয়াজের গুণগত মান ভালো হওয়ার ফলে ভারতীয় পেঁয়াজ কেনায় ক্রেতাদের আগ্রহ নেই। সপ্তাহের প্রথম দিন ২ গাড়ি পেঁয়াজ কিনেছি। সেই পেঁয়াজ এখনও বিক্রি করতে পারিনি। এদিকে কাঁচা পেঁয়াজ গুলোর ভেতরে গাছ গজাতে শুরু করেছে।’
হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি মাসের আজ পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ভারতীয় ৮৪ ট্রাক। এসব ট্রাকে পেঁয়াজ এসেছে ২ হাজার ৪২৬ মেট্রিক টন। এরমধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়েছে গেল ৩ ও ১৪ তারিখে। এই দুইদিন বন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ১৮টি ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে। এসব ট্রাকে মোট পেঁয়াজ এসেছিলো ৫২৩ মেট্রিক টন।
]]>




