হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
<![CDATA[
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে ‘হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ’ শীর্ষক সেমিনার। মঙ্গলবার ( ১ নভেম্বর) সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বলা হয়, বাংলাদেশের বিনোদন জগতের প্রতিটি শাখাকে সমৃদ্ধ করেছেন হুমায়ূন আহমেদ। বহুমাত্রিক এমন মেধাবী সাহিত্যিক বাংলাদেশে আর একটি পাওয়া সত্যি দুষ্কর।
আরও পড়ুন: প্রচারে আসছে ‘চিরকুমার-চিকু সংঘ’
‘হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ’ প্রবন্ধের ওপর আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান। আরও ছিলেন গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক বিশিষ্ট নাটক ও চলচ্চিত্র সমালোচক ড. শাহাদাৎ রুমন।
সেমিনারে স্বাগত আলোচনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর। আলোচনায় আরও অংশগ্রহণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক ও গবেষকরা।
সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ বলেন, চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের উপস্থিতি দেশীয় চলচ্চিত্র শিল্পের সমৃদ্ধিতে সহায়তা করেছে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ড. মতিন রহমান হুমায়ূন আহমেদ সম্পর্কে বলেন, তার শিল্পভাবনাকে ভাষা অথবা কথা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়।
সেমিনারে উপস্থিত বিশিষ্ট নাটক ও চলচ্চিত্র সমালোচক ড. শাহাদাৎ রুমন বলেন, হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে সাবলীলভাবে চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। তাই হুমায়ূন এবং তার শিল্প গবেষণার কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: সহকর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা ফারহান
সেমিনারে প্রধান ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও সাংবাদিক খোন্দকার এরফান আলী।
]]>