হৃদ্যন্ত্রের সমস্যায় লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন বায়ার্ন ডিফেন্ডার
<![CDATA[
কোভিডে আক্রান্ত হওয়ার পর হৃদ্যন্ত্রের সমস্যা দেখা দিয়েছে বায়ার্নের ডিফেন্ডার নওসাইর মাজরাওয়ির। যার কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন বায়ার্ন মিউনিখের মরক্কান ডিফেন্ডার। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মরক্কোর এই ডিফেন্ডারকে।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন মাজরাওয়ি। সেই ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেলিয়েছিলেন মরক্কোর কোচ। এর আগে কোভিডে আক্রান্ত হওয়ার কারণে শেষ আটের ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি।
বায়ার্ন শুক্রবার (৬ জানুয়ারি) টুইট করে জানায়, পরীক্ষায় মাজরাওয়ির হৃদ্যন্ত্রে সমস্যা ধরে পড়েছে। তার পেরিকার্ডিয়াম (হৃৎপিণ্ড ঘিরে থাকা একটি থলি) স্ফীত হয়ে গেছে। তিনি এখন চিকিৎসা চালিয়ে যাবেন। এই সময় তিনি পুরোপুরি বিশ্রামে থাকবেন।
আরও পড়ুন: চলে গেলেন সাবেক ইতালিয়ান স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি
২৫ বছর বয়সী মাজরাওয়িকে চলতি মৌসুমেই আয়াক্স থেকে ফ্রিতে চুক্তি করিয়েছিল বায়ার্ন মিউনিখ। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মাত্র ১১ ম্যাচে মাঠে নামতে পেয়েছেন এই রাইট ব্যাক।
নেদারল্যান্ডসের লিডারডর্পে জন্ম নিলেও মাজরাওয়ি কখনও ডাচদের জার্সি গায়ে জড়াননি। মরক্কোর অনূর্ধ্ব-২০ দলে সুযোগ পাওয়ার পরই তার পারফর্মেন্সে মুগ্ধ হয়ে সিনিয়র দলে ডাক দেয় মরক্কোর নির্বাচকরা। মরক্কোর হয়ে ২০ ম্যাচ খেলে দুইটি গোলও করেছেন এই ডিফেন্ডার।
]]>




