হেনস্তার শিকার সময় টিভির সাংবাদিক
<![CDATA[
শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এলিভেটেডে এক্সপ্রেসওয়ের কর্মকর্তাদের হেনস্তার শিকার হয়েছেন সময় টেলিভিশনের প্রতিবেদক ও চিত্রগ্রাহক। প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয় তাদের। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। যদিও বেতন না দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
পাওনা বেতনসহ নানা দাবিতে কাজ ফেলে স্লোগানের পর স্লোগান দিতে থাকেন শ্রকিমরা। তেঁজগাও এলিভেটেট এক্সপ্রেসওয়ে এমনই ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, শুধু বেতন নয়, কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে তাদের শিকার হতে হয় শারীরিক নির্যাতনের।
শ্রমিকদের অভিযোগ, চীনাদের ভাষা আমরা বুঝি না। এ কারণে আমাদের লাথিসহ মারধর করা হয়।সঠিক সময়ে বেতন দেয়ার কথা বলা হলেও এখন বেতন ঠিকভাবে দেয়া হচ্ছে না।
শ্রমিকদের অভিযোগ মানতে নারাজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, একটা ঘটনা ঘটেছে। বিষয়টা আমরা নিজেরা সমাধান করে নেব।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
এদিকে সংবাদ সংগ্রহের এক পর্যায়ে সময় সংবাদকে কৌশলে অফিস কক্ষে ডেকে নেয় চায়না নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আটকে রাখা হয় একটি কক্ষে। ধারণ করা শ্রমিক আন্দোলনের ভিডিও মুছে ফেলতে চাপ দেয়া হয়। সেই সঙ্গে ম্যানেজ করার চেষ্টাও করা হয়।
সাংবাদিকদের উদ্দেশে চীনা এক কর্মকর্তা বলেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা আপনাদের সহযোগিতা করব।
এদিকে খবর পেয়ে দেড় ঘণ্টা পর পুলিশ এসে উদ্ধার করে দুজনকেই। তেঁজগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, কারও ফুটেজ নিতে গেলে সেই ব্যক্তির অনুমতি লাগে। কিন্তু সাংবাদিকের লাগে না।
শ্রমিকদের অভিযোগ এবং সাংবাদিক হয়রানির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
]]>




