হোঁচট নয়, জয় পেতে মরিয়া ফরাসিরা
<![CDATA[
নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে শনিবার (২৬ নভেম্বর) ডেনমার্কের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ফেবারিট জার্মানি, আর্জেন্টিনার মতো পরিণতি এড়াতে দলগত চেষ্টায় ম্যাচ জয়ের লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়নদের। এ ম্যাচে আর একটি গোল করলেই থিয়েরি অঁরিকে পেছনে ফেলে ফ্রান্স জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড করবেন অলিভার জিরুদ। তবে ছাড় দিতে নারাজ ডেনমার্ক। স্টেডিয়াম ৯৭৪- এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মরুর বুকে অঘটনের বিশ্বকাপ শুরু থেকেই তার রঙ্গমঞ্চ নানা রং ছড়িয়ে যাচ্ছে। শুরুতে আর্জেন্টিনা। এরপর সে পথে হোঁচট খেয়েছে জার্মানি। বিশ্বকাপ শুরুর আগে একের পর এক তারকার ঝরে পড়ায় টালমাটাল ছিল ফ্রান্স। তারপরেও দলগত চেষ্টায় অস্ট্রেলয়িাকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে লেস ব্লু’দের। ফরাসি সৌরভ মুগ্ধ করেছে মধ্যপ্রাচ্যের সমর্থকদের। এবার ডেনমার্ক বধে পরের রাউন্ডে ওঠার পথটা মসৃণ করার লক্ষ্য ফ্রান্সের।
আরও পড়ুন: ইংল্যান্ডকে আটকে রাখার নায়ক পুলিসিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড স্পর্শ করেছেন অলিভার জিরুদ। ডেনমার্ক ম্যাচে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোলের ফুলঝুরি ছুটিয়ে এবার অঁরিকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য এই ফরোয়ার্ডের।
এদিকে পগবা, বেনজেমাদের পর ইনজুরির মিছিলে নতুন যুক্ত হয়েছেন লুকাস হার্নান্দেজ। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রাফায়েল ভারানে। ডেনমার্ক ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হতে পারে তার। তারপরেও প্রতিবন্ধকতা জয়েই চোখ রাখছে ফরাসিরা।
এদিকে আজই অঁরির রেকর্ড ভেঙে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হবেন বলে মনে করেন উসমান দেম্বেলে। ফরাসি ফুটবলার দেম্বেলে বলেন, ‘জিরুদ রেকর্ড ভাঙবে অঁরির। এটা আমাদেরও চাওয়া। তারা আমাদের আদর্শ। জার্মানি, আর্জেন্টিনার পরিণতি আমাদেরও সতর্ক হতে সাহায্য করেছে। আমরা ডেনমার্কের বিপক্ষে সেরাটা দিতে চাই।’
ফ্রান্সের সম্ভাব্য ফরমেশন ৪-২-৩-১। গোলপোস্টে হুগো লরিস। আক্রমণে মূল ভরসা জিরুদ। তার সঙ্গে এমবাপ্পে, গ্রিজমান, দেম্বেলে মুখিয়ে আছেন দলকে এগিয়ে নিতে।
আরও পড়ুন: সমকামিতা নিয়ে জার্মান ফুটবলারদের প্রতিবাদ ভালো লাগেনি হ্যাজার্ডের
প্রতিপক্ষ ডেনমার্ক শেষ ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে দুর্দান্ত খেলেও গোল করতে পারেনি। এ বছর নেশন্স লিগে খেলা দুই ম্যাচেই ফ্রান্সকে হারিয়েছে ডেনমার্ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও একই গ্রুপে ছিল এ দুই দল। সেবারও নকআউট পর্বে উঠেছিল ফ্রান্স-ডেনমার্ক। এর আগে এই দুই দলের দেখা হয়েছে ১৬ ম্যাচে। এর মধ্যে ফ্রান্সের জয় আছে আট ম্যাচে। ড্র হেরেছে দুই ম্যাচ। ডেনিসদের জয় আছে ছয় ম্যাচে।
]]>




