হ্যারি-মেগানকে নিয়ে ডকুমেন্টারি সিরিজের টিজার প্রকাশ
<![CDATA[
ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের প্রেম, বিয়ে ও রাজপরিবার ত্যাগের পেছনের গল্প নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ নির্মাণ করা হচ্ছে। ‘হ্যারি অ্যান্ড মেগান’ নামে নেটফ্লিক্সের সিরিজটির একটি টিজার এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এপি ও বিবিসি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ সেকেন্ডের টিজারটি উন্মোচন করে নেটফ্লিক্স। মুক্তির পরপরই এটা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
হ্যারি ও মেগানের প্রেম এবং রাজপরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিয়ে তথা দাম্পত্যজীবন শুরুর পথে সব বাধাবিপত্তি কাটিয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত সিরিজটিকে নেটফ্লিক্সের পক্ষ থেকে ‘অভূতপূর্ব এবং গভীর তথ্যচিত্র সিরিজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার উপপ্রধানমন্ত্রীসহ ২২ ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ডকুমেন্টারিতে হ্যারি ও মেগানের না-জানা অনেক বিষয় সামনে আনা হয়েছে। নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ছয় পর্বের সিরিজটি হ্যারি ও মেগানের প্রথম প্রেমের দিনগুলো ও সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ তাদের মোকাবিলা করতে হয়েছে, সেগুলো সামনে আসতে যাচ্ছে।
ডকুমেন্টারিটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে হ্যারি ও মেগানের বন্ধু ও পরিবারের সদস্যদের বক্তব্যও নেয়া হয়েছে। তারা যা দেখেছেন ও যেসব বিষয়ে আগে কখনো প্রকাশ্যে কথা বলেননি, সেগুলো নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: আট বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উইলিয়াম-কেট
তবে একই সঙ্গে ব্রিটিশ কমনওয়েলথের অবস্থা নিয়ে আলোচনা করা ইতিহাসবিদদের বক্তব্য ও মিডিয়ার সঙ্গে রাজপরিবারের সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে। সিরিজটি কবে প্রকাশ করা হবে, তা টিজারে ঘোষণা করা হয়নি। তবে নেটফ্লিক্স বলছে, শিগগিরই সিরিজটি প্রচারিত হবে।
]]>