১০০ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট
<![CDATA[
চট্টগ্রাম পর্ব শেষে ভারত-বাংলাদেশের ক্রিকেটের লড়াই আবার ফিরেছে ঢাকাতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া দুদলের দ্বিতীয় ও শেষ টেস্টের টিকিটের মূল্য ও প্রাপ্তির স্থান নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বোর্ড নির্ধারিত মূল্য অনুযায়ী সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকায় দেখা যাবে ম্যাচ।
আরও পড়ুন: ঢাকা টেস্টেও নেই তামিম, প্রথমবার দলে নাসুম
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সমতায় ফেরার লড়াইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর দুদিন আগে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। যেখানে সর্বনিম্ন ১০০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা। ক্লাব হাউসের টিকিটের দাম ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজার টাকা।
বুধবার থেকে সংগ্রহ করা যাবে টিকিট। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।
আরও পড়ুন: আশরাফুল-মাশরাফীদের পেছনে ফেললেন সাকিব
এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিল টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। সুযোগ ছিল হোয়াইটওয়াশেরও। কিন্তু সে সুযোগ লুফে নিতে পারেননি সাকিবরা। শেষ ম্যাচ জিতে লজ্জা এড়ায় ভারত।
]]>




