১০২০ দিন পর শতকের দেখা পেলেন কোহলি
<![CDATA[
অবশেষে শতকের দেখা পেলেন ভারতের সেন্সেশন ব্যাটসম্যান বিরাট কোহলি। দীর্ঘ ৩৪ মাস বা ১০২০ দিন পর এই তিন অঙ্কের দেখা পেলেন কোহলি।
২০১৯ সালের ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে টেস্টে শেষবার শতকের দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর কেটে গেছে প্রায় তিন বছর, তবে সেই শতকের দেখা পাচ্ছিলেন না সময়ের সেরা এই ব্যাটসম্যান। তবে অবশেষে সেই আক্ষেপ ঘোচালেন ভারতের সাবেক অধিনায়ক।
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ৫৩ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান কোহলি। ফরিদ আহমাদের পরপর দুই বলে চার-ছক্কা মেরে বিরাট কোহলি পূরণ করেন আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭১তম শতক। টি-টোয়েন্টিতে এটি কোহলির প্রথম শতক, আফগানদের বিপক্ষেও এটি তার প্রথম শতক। ইনিংস শেষে কোহলি অপরাজিত থাকেন ১২২ রানে। ৬১ বলে খেলা তার ইনিংসটি ১২টি চার ও ৬টি ছক্কায় সাজানো।
আরও পড়ুন: শেষ ম্যাচে কোহলি ঝড়ে বড় সংগ্রহ ভারতের
এদিকে কোহলির শতকের ওপর ভর করে আফগানদের বিপক্ষে বিশাল সংগ্রহ পায় ভারত। তার সেঞ্চুরিতে এবারের এশিয়া কাপও দেখল প্রথম দুশো ছাড়ানো ইনিংস। নির্ধারিত ওভার শেষে আফগানদের বিপক্ষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ২ উইকেট হারিয়ে ২১২ রান করেছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ২১৩ রান।
]]>




