‘১০ ডিসেম্বর বিএনপি মহাতাণ্ডব চালানোর পরিকল্পনা করেছিল’
<![CDATA[
জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বীর মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন, তখনই বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামসরা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল। ঠিক তেমনিভাবে গত ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় সমাবেশের নামে ’৭১ সালের মতো মহাতাণ্ডব চালানোর পরিকল্পনা করেছিল।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি
আল মাহমুদ স্বপন আরও বলেন, জিয়াউর রহমানের সঙ্গে বাংলার এবং বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না। তার পিতা কলকাতায় চাকরি করতেন। তার পরিবার কলকাতায় থাকতেন। জিয়ার জন্মও কলকাতায় এবং সেখানেই লেখাপড়া করেছেন।
নয় বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সভাপতি ও গোলাম সারওয়ার চিনুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ-র সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও হোমনা আসনের সংসদ সদস্য সেলিনা আহমদ মেরী বক্তৃতা করেন।
]]>




