১০ দিনের শোক ঘোষণা, হাজারো মানুষের ঢল
<![CDATA[
সবচেয়ে বেশি সময় ধরে যুক্তরাজ্য শাসন করা রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) মারা গেছেন। তার মৃত্যুতে ১০ দিনের শোক শোক ঘোষণা করেছে যুক্তরাজ্য।
ইতোমধ্যে লন্ডনে বাকিংহাম প্যালেসের সামনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। তারা তাদের প্রিয় রানির মৃত্যুতে শোকাহত। ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে বেশি সময় ছিলেন রানি। ৭০ বছর ধরে নানা ঘটনার সাক্ষী হয়েছেন। ব্রিটেনকে সফলতার শিখরে পৌঁছাতে রয়েছে তার অসামান্য অবদান। একইসঙ্গে দেশের নাগরিকদের ভালোবাসার কারণে তিনিও তাদের ভালোবাসার মানুষে পরিণত হন। তাই রানিকে হারানোর শোক তাদের কাছে অনেক গভীর।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বার্কিংহাম প্যালেস থেকে রানির মৃত্যু সংবাদ জানানোর পর থেকেই সেখানে জড়ো হচ্ছেন নানা শেণি পেশার মানুষ। তারা ফুল হাতে অপেক্ষা করছেন রানিকে শেষ শ্রদ্ধা জানাতে। অনেকেই প্যালেসের গেটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ইতোমধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে সংবাদমাধ্যমের কর্মীরা জড়ো হচ্ছেন সেখানে। অনেকেই প্রাসাদের সামনে থেকে সরাসরি সম্প্রচার শুরু করেছেন। রানির মৃত্যুর খবর শুনে বাকিংহাম প্রাসাদের বাইরে কান্নায় ভেঙে পড়ছেন বহু মানুষ। এছাড়া লন্ডনের কুইন ভিক্টোরিয়া মেমোরিয়ালেও জড়ো হয়েছেন অনেক মানুষ।
আরও পড়ুন: এক নজরে রানি দ্বিতীয় এলিজাবেথ
বিবিসির খবরে জানা যায়, যুক্তরাজ্যের সংসদ সদস্যরা আগামীকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) হাউস অব কমন্সে রানিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। তারা মধ্যাহ্ন থেকে অধিবেশনে যোগ দিবেন। যা স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত স্থায়ী হবে। এর পরদিন শনিবারও অধিবেশন বসবে। ব্রিটেনে সাধারণত শনিবার অধিবেশন বসে না। এদিন সিনিয়র সংসদ সদস্যরা রাজা তৃতীয় চার্লসের কাছে শপথ নিবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
জানা যায়, রানি এলিজাবেথ তার গ্রীষ্মকালীন অবকাশের জন্য স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে অবস্থান করছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন তিনি। তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ জানানোর পরই বালমোরাল প্রাসাদে আসতে শুরু করেন রাজ পরিবারের সদস্যরা। অবশেষে মারা গেলেন ব্রিটেনের দীর্ঘ সময়ের শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ।
বৃহস্পতিবার সারা বিকেল বৃষ্টির পর বাকিংহাম প্রাসাদের কাছে আকাশে রংধনু ওঠে। আর তখনই রানির মৃত্যুর খবরে সেখানে জড়ো হতে শুরু করে মানুষ।
]]>




