বিনোদন
১২ অক্টোবর: নামাজের সময়সূচি
<![CDATA[
মুসলমানের জন্য নামাজ ফরজ ইবাদত। দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তবে যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নেয়া উচিত।
আজ বুধবার (১২ অক্টোবর ২০২২, ১৫ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর পাশের এলাকার নামাজের সময়সূচি।
জোহর: ১১টা ৪৯ মিনিট।
আসর: ৩টা ৫৭ মিনিট।
মাগরিব: ৫টা ৩৯ মিনিট।
এশা: ৬টা ৫২ মিনিট।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফজর: ৪টা ৪১ মিনিট।
আজ সূর্যাস্ত- ৫:৩৬ মিনিট।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সূর্যোদয়- ৫:৫৫ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো:
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ৫ মিনিট।
সিলেট: ৬ মিনিট।
যোগ করতে হবে
খুলনা: ৩ মিনিট।
রাজশাহী: ৭ মিনিট।
রংপুর: ৮ মিনিট।
বরিশাল: ১ মিনিট।
]]>