১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত কমিশনের নিজস্ব: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কারও বিরোধিতা কিংবা চাওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না। ইভিএম ব্যবহারের এ সিদ্ধান্ত কমিশনের নিজস্ব।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কারও বিরোধিতা কিংবা চাওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না। ইভিএম ব্যবহারের এ সিদ্ধান্ত কমিশনের নিজস্ব।
বুধবার (২৪ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। সবার মতামত পর্যালোচনা করে সুষ্ঠু নির্বাচনের জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ মেশিনের মাধ্যমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে আবারও সাফ জানিয়ে দেন সিইসি।
এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) কমিশনের সভায় সিদ্ধান্তের পর আবারও ইভিএম নিয়ে সরগরম রাজনীতির মাঠ। কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে বিরোধী শিবিরে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেই দেড়শ’ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এমন অবস্থায় সিদ্ধান্ত গ্রহণের পরদিনই কমিশন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। জানান কারও চাওয়া না চাওয়ায় প্রভাবিত হয়ে নয়, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের এ সিদ্ধান্ত কমিশনের নিজস্ব।
তিনি আবারও জানান, কেউ যদি ভোট কক্ষে বসে প্রার্থীকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য না করে, তাহলে এ মেশিনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। সে ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সিইসি।
এ সময় ইভিএমে ভোট কারচুপির অভিযোগ প্রমাণ করতে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।