বিনোদন
১৫০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
<![CDATA[
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫০ লিটার চোলাই মদসহ মনজু হাওলাদার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে বড়বাইশদিয়া ইউনিয়নের কেওরহাওলা সংলগ্ন রামনাবাদ নদী থেকে তাকে আটক করে পুলিশ। পরে দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
মনজু হাওলাদার উপজেলার কানকুনি পাড়া গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: বরিশালে ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুঁড়া তৈরি
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, মনজু হাওলাদার ১৫০ লিটার চোলাই মদসহ ট্রলারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। খবর পেয়ে রামনাবাদ নদী থেকে তাকে আটক করে পুলিশ। এর আগেও তার নামে মাদক মামলা রয়েছে।
]]>




