১৬ বছর পর বাগেরহাটে যুবলীগের সম্মেলন, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
<![CDATA[
১৬ বছর পরে বাগেরহাটে যুবলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
বুধবার (২৫ জানুয়ারি) ভোর থেকে এর সম্মেলনকে স্মরণীয় করতে শহরের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উল্লাস বিরাজ করছে। তবে সমাবেশ দুপুরে শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা।
নেতাকর্মীরা জানান, ১৬ বছর পরে বাগেরহাটে যুবলীগের সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে স্মরণীয় করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে প্রথম ধাপে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সমাবেশ শুরু হবে। এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবেন। দ্বিতীয় ধাপে বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দ্বিতীয় ধাপের সম্মেলনে সম্ভাব্য প্রার্থী ও ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: আট বছর পর হবিগঞ্জে যুবলীগের সম্মেলন, শহরজুড়ে সাজসাজ রব
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।
সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। এ ছাড়াও সম্মেলনে বাগেরহাট জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
বাগেরহাট সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীন জানান, কেন্দ্র বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করার পর থেকে যুবলীগের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। সম্মেলনকে সফল করতে গত এক মাস ধরে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটগুলো একাধিক সভা ও মিছিল করেছে। এই সম্মেলনে জেলার লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকরা সম্মেলনে যোগ দেবেন। নয় উপজেলা, তিনটি পৌরসভার ২৭৪ কাউন্সিলর মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে সর্বশেষ যুবলীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে সভাপতি হন খান মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক সরদার শামীম আহসান। ২০১২ সালে কেন্দ্র এই কমিটি ভেঙে দেয়। এর চার বছর পর ২০১৬ সালে সরদার নাসির উদ্দীনকে আহ্বায়ক করে ২৪ সদস্যের একটি কমিটি দেয় কেন্দ্র। ওই আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল যুবলীগের সাংগঠনিক কার্যক্রম।
]]>




