১৭ অক্টোবর ইভিএমে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন
<![CDATA[
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের উত্তেজনা ছড়াচ্ছে রাজশাহীতে। আগামী ১৭ অক্টোবর ইভিএমে এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা।
দিন যত ঘনিয়ে আসছে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তারের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ততই বাড়ছে। সবশেষ সপ্তাহখানেক আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মোহনপুর উপজেলার ধুরইলে রাতে পোস্টার লাগাতে গিয়ে বাধার মুখে পড়ে গ্রাম পুলিশের এক সদস্যকে মারধর করেন, যা শেষ পর্যন্ত মামলায় গড়ায়।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ, নানা টালবাহানা করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তার ও তার সমর্থকরা।
তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এমন অভিযোগ অস্বীকার করে আচরণবিধি লঙ্ঘনের দায় উল্টো চাপান আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে।
আরও পড়ুন: বিরোধী দলকে খুশি করতে নির্বাচন স্থগিত করেছেন সিইসি: রিপন
অবশ্য সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন।
চেয়ারম্যান পদে ৪ জন, নয়টি সাধারণ ওয়ার্ডে ২৯ জন এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথমবারের মতো এবার ইভিএমে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন। আর মোট ভোটারসংখ্যা ১ হাজার ১৮৬ জন। নির্বাচন কেন্দ্র করে প্রতিটি উপজেলা মিলনায়তনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা জানান নির্বাচন সংশ্লিষ্টরা।
]]>




