১৮ বছর পর হচ্ছে চুয়াডাঙ্গার সদর ও পৌর আ.লীগের সম্মেলন
<![CDATA[
দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (৩০ অক্টোবর)। জেলাব্যাপী এখন আলোচনার কেন্দ্রবিন্দু কারা হবেন আওয়ামী লীগের এই দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের সভাপতি-সম্পাদক।
ইতিমধ্যে শোনা যাচ্ছে বেশ কয়েক নেতার নাম। প্রস্তাবিত কমিটিতে থাকতে পারে সদর ও পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটির নেতৃবৃন্দের নামের সঙ্গে নতুন নামও।
আগামী জাতীয় নির্বাচনে এই কমিটিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আন্দোলন-সংগ্রামে থাকতে হবে প্রথম সারিতে। সেই কথা মাথায় রেখেই দলের দুঃসময়ের নেতাকর্মীরা আসতে পারেন এই কমিটিতে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি সদর পৌর এবং ১৫ ফেব্রুয়ারি সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক সম্মেলন হলেও তারপর থেকে ১৮ বছর এই দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের কোনো সম্মেলন হয়নি। কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল দ্রুতই হবে এই দুটি ইউনিটের সম্মেলন। তবে কয়েকবার তারিখ নির্ধারণ হলেও শেষ পর্যন্ত সে সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
গত ১২ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় এসে চূড়ান্তভাবে সদর উপজেলা ও সদর পৌর আওয়ামী লীগের যৌথভাবে সম্মেলনের জন্য ৩০ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।
এদিকে এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোরেশোরে চলছে সম্মেলনস্থল সদর উপজেলার তেঁতুল শেখ কলেজ মাঠ প্রাঙ্গণের সাজসজ্জার কাজ। নেতাকর্মীরাও সম্মেলন স্থলের আশপাশে দিয়েছেন বড় বড় তোরণ, ব্যানার-ফেস্টুন। আন্দনঘন পরিবেশ বিরাজ করছে সদর ও পৌর আওয়ামী লীগসহ ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।
আরও পড়ুন: ২৫ বছর পর হচ্ছে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
এছাড়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক। উদ্বোধক হিসেবে উদ্বোধন ঘোষণা করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেয়ার কথা আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের।
সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম এমপি, অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা খাতুন এমপি, অ্যাড. গোরিয়া সরকার ঝর্ণা এমপি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। যৌথভাবে এ সম্মেলনে সভাপতিত্ব করবেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম।
সকাল ১০টায় প্রথম অধিবেশন ও বেলা আড়াইটায় দ্বিতীয় অধিবেশন বা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কাউন্সিল অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের ৩৯২ কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ২৫৭ কাউন্সিলর অংশ নেবেন।
গুঞ্জনে শোনা যাচ্ছে, সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে বর্তমান সভাপতি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, সাবেক কৃষক লীগ নেতা আজিজুল হক, ইটভাটা ব্যবসায়ী ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবের নাম।
সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হানাসানুজ্জামান মানিক ও আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেনের নাম।
পৌর আওয়ামী লীগে সভাপতি হিসেবে কমিটিতে স্থান পেতে পারেন বর্তমান সভাপতি জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা ও আওয়ামী লীগ নেতা হাবিল হোসেন জোয়ার্দ্দার। পৌর আওয়ামী লীগের কমিটিতে সভাপতি হিসেবে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নামের গুঞ্জনও শোনা যাচ্ছে। তার নামও প্রস্তাব করা হবে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, আব্দুর রশিদের নাম শোনা যাচ্ছে।
সম্মেলন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনে থাকবেন। নেতৃবৃন্দের উপস্থিতি কমিটি ঘোষণা করা হবে। সদর উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের দুটি কমিটিতে নতুন মুখ আসার সম্ভাবনায় বেশি।
]]>