১৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না নিজামুলের
<![CDATA[
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় স্ট্যাম্প জালিয়াতির একটি মামলায় ৩ বছরের সাজা থেকে বাঁচতে ১৮ বছর পালিয়ে বেড়ানোর পর নিজামুল ইসলাম মজুমদার (৪২) নামের এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে ছাগলনাইয়া থানার মটুয়া এলাকা থেকে নিজামুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ১ বছর পালিয়েও শেষরক্ষা হলো না ফোরকানের
জানা যায়, ২০১৪ সালে নিজামুল ইসলামকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। আদালতের এ আদেশের পর থেকেই তিনি পলাতক। গ্রেফতার এড়াতে ১৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না তার।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের পর নিজামুলকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৩২ বছর পালিয়েও মতিনের শেষ রক্ষা হলো না
পুলিশ জানায়, নিজামুল ইসলাম মজুমদার ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের বাসিন্দা। ২০০৪ সালে তার বিরুদ্ধে একটি স্ট্যাম্প জালিয়াতির মামলা হয়। মামলার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে ২০১৪ সালে তার অনুপস্থিতিতে ফেনীর একটি আদালত নিজামুলকে তিন বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরইমধ্যে তিনি বিদেশেও পাড়ি জমান। দেশে ফিরেও গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। রোববার (২০ নভেম্বর) রাতে তিনি বাড়িতে এসেছেন, এমন খবর পায় পুলিশ। পরে সোমবার দুপুরে বাড়িতে অভিযান চালিয়ে নিজামুলকে গ্রেফতার করা হয়।
]]>




