২০০ নেতাকর্মীর নামে মামলা, ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম বিএনপির
<![CDATA[
রংপুরে ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে জেলা বিএনপি। এ সময় মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে গোটা জেলা অচল করে দেয়ারও কথা জানায় দলটি।
শনিবার (২৬ নভেম্বর) বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির অন্যতম যুগ্মআহ্বায়ক আফসার আলী এই আল্টিমেটাম দেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, গত মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি নগরীর শাপলাচত্বর থেকে দলীয় কার্যালয়ে ফেরার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে।
আরও পড়ুন: জয়পুরহাটে ছাত্র-যুবদলের ৪ নেতাকর্মী গ্রেফতার
তিনি বলেন, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিলে হামলার পর দলীয় কার্যালয়ে ঢুকে সেখানে আশ্রয় নেয়া নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে নেতাকর্মীদের রক্তাক্ত জখম করা হয়। ঘটনার দিন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম উপস্থিত না থাকলেও তাকেসহ অজ্ঞাত ২০০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।
মামলা প্রত্যাহার করা না হলে আগামী বৃহস্পতিবার থেকে প্রতি উপজেলায় মানববন্ধন ও পৌরসভা ও জলা সদরে প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেন আফসার আলী। তাতেও মামলা প্রত্যাহার করা না হলে জেলা ব্যাপী কর্মসূচি দিয়ে সবকিছু অচল করে দেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
]]>




