২০২৩ সালে বিশ্বব্যাপী দুযোর্গময় সময় এগিয়ে আসছে: প্রধানমন্ত্রী
<![CDATA[
২০২৩ সালে বিশ্বব্যাপী দুযোর্গময় সময় এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, যদি কোনো সংকট দেখা দেয় তাহলে ৫ মাসের খাদ্য কেনার রিজার্ভ আমাদের আছে। আমরা বাইরে থেকে যত ঋণ নিয়েছি তা সময়মতো পরিশোধ করেছি। এখন পর্যন্ত বাংলাদেশ কখনো ঋণখেলাপি হয়নি। যখন আমরা ঋণ পরিশোধ করি তখন আমাদের রিজার্ভ কমে আসে।
তিনি বলেন, করোনার সময় আমাদের অনেক কার্যক্রম বন্ধ ছিল সে কারণে রিজার্ভ বেড়েছিল। এখন কার্যক্রম বেড়েছে তাই আমাদের রিজার্ভও একটু কমেছে।
আরও পড়ুন: বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন শুরু করেন।
এর আগে ১৫ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে যান এবং সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।
তিনি ১৯ সেপ্টেম্বর, নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ (বাংলায়) দেন এবং এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
]]>