২০২৬ বিশ্বকাপে ভিন্ন এক স্পেনকে দেখা যাবে: ফুয়েন্তে
<![CDATA[
নতুনদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি করতে চান স্পেনের নতুন কোচ লুইস ফুয়েন্তে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে সোমবার (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সমালোচকদের একহাতও নিয়েছেন স্পেনের কোচ।
বিশ্বকাপে মরক্কোর কাছে স্বপ্ন ভাঙার পরই দায়িত্ব ছেড়েছেন লুইস এনরিকে। স্পেনের ফুটবলে ২০১৮ সালে দায়িত্ব নিয়েছিলেন তিনি। গত কয়েক বছরে এনরিকেই একমাত্র কোচ, যিনি মেয়াদ শেষ করে দায়িত্ব ছাড়তে পেরেছেন।
কোচের মিউজিক্যাল চেয়ারের অদ্ভুত খেলার কারণে হাইপ্রোফাইল কেউ এখন আর দায়িত্ব নিতেও চান না স্প্যানিশ ফুটবলের। এনরিকে চলে যাওয়ায় তাই বিপাকেই পড়েছিল স্পেনের ফুটবল ফেডারেশন।
২০১০ সালে ভিসেন্তে দেল বস্কের অধীনে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শিরোপা জয়ের পর আর বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি লা রোজারা। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও নকআউট পর্বেই বিদায় নিয়েচে তারা। লা রোজাদের ২০২৬ সালের জন্য প্রস্তুত করতে লুইস ফুয়েন্তেকেই বেছে নেয় দেশটির ফুটবল ফেডারেশন। তাকে দায়িত্ব দেয়ায় অনেকেই সমালোচনায় মেতে উঠেছিলেন।
তবে দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে ফুয়েন্তে সমালোচকদের কঠিন জাবাব দিলেন।
স্প্যানিশ কোচ বলেন, ‘যারা আমার সমালোচনা করেছেন তাদের বলছি, স্পেন জাতীয় দলের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। এই দলের কোচ হিসেবে নিজেকে যথেষ্ট যোগ্য মনে করছি। আশা করছি, ২০২৬ বিশ্বকাপে ভিন্ন এক স্পেন দলকে দেখবে সবাই।’
এর আগে স্পেন অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা আছে ফুয়েন্তের।
]]>




