বিনোদন

২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর!

<![CDATA[

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে প্রায় ছিটকেই পড়ছিল পাকিস্তান। তবে ‘আনপ্রেডিক্টেবল’ দলটি নাটকীয়ভাবে সেমিফাইনালে উঠে যায়। এরপর সবাইকে অবাক করে ফাইনালের টিকিট কাটে বাবর আজমের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপও একই সমীকরণ ছিল। সেবার ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হলে আরও এক ধাপ পাড়ি দিতে হবে পাকিস্তানকে। যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয়েই যায়, তবে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর এমনটাই বলেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপেও ঠিক একইরকম নড়বড়ে অবস্থা ছিল ইমরান খানের পাকিস্তানের। সেবার ধুঁকতে থাকা দলটি অবিশ্বাস্যভাবে সেমিতে জায়গা করে নেয়। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জিতেছিল। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল তারা ইংল্যান্ডকে। সেবার ইংলিশদের হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান। 

৩০ বছর পর এবারও কি এমনটা হবে? যদিও কাজটা বেশ কঠিন। কারণ, এবারের ইংল্যান্ড অন্যসব দলের চেয়ে অনেক শক্তিশালী। তবে নামটা যেহেতু পাকিস্তান, তাই তাদের ওপর ভরসা রাখবেন অনেকেই। 

আরও পড়ুন: ভাগ্যের পিঠে পাকিস্তান, ৯২’র পথে আবার 

অনেকেই মজা করে বলা শুরু করেছেন, বাবর আজমের দল যদি ১৯৯২ সালের মতো পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেয়, তাহলে ইমরান খানের মতো বাবরের হাতেই উঠবে পুরো পাকিস্তানের দায়িত্বও। 

এমন মজা করেই ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বলেছিলেন। গাভাস্কার বলছেন, ইমরানের মতো বাবরও বিশ্বকাপ জয়ের ঠিক ২৬ বছর পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর, ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে সে।’

এখন দেখার বিষয় গাভাস্কারের সেই মজা করা কথাটি সত্যি হয় কি না। তবে তার আগে পাকিস্তানকে ইংল্যান্ড বাঁধা পাড় করে বিশ্বকাপ জিততে হবে। তবে ইংল্যান্ডও চাইবে বিরানব্বইয়ের শিরোপার স্বপ্নভঙ্গের প্রতিশোধ নিতে। তাহলেই গ্রাহাম গুচদের হয়ে বদলা নেয়ার সুযোগ আসবে জস বাটলারদের সামনে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!