বিনোদন

২৫০ বছরের ঐতিহ্যের মেলায় মানুষের ভিড়

<![CDATA[

২৫০ বছরের গ্রামীণ ঐতিহ্য ধরে রেখে প্রতিবছরের মতো দিনাজপুরের রাজবাটিতে দুর্গাপূজা উপলক্ষে বসেছে মেলা। পূজা শুরুর সঙ্গে সঙ্গে মেলা হয়ে উঠছে জমজমাট। মেলায় সব ধর্মের মানুষের উপচেপড়া ভিড় হিন্দুধর্মাবলম্বীদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আয়োজকরা বলছেন, মেলা পূজারই অংশ।

পূজা উপলক্ষে রাজবাটির প্রধান ফটকের পাশে বসেছে মেলা। দোকানে দেখা মেলে পূজার নানা উপকরণ, কুটির-তাঁতশিল্প ও ছোটদের খেলনা। শিশুদের আনন্দ দিতে রয়েছে নাগরদোলা। মাটির তৈরি খেলনার প্রতি ছোটদের ব্যাপক আকর্ষণ বিক্রিও বেশি। এ ছাড়া প্লাস্টিক খেলনার দোকানও রয়েছে। মেয়েদের চুরি ফিতা আলতাসহ নানা প্রসাধনী মেলায় বিক্রি হচ্ছে।  রয়েছে জিলাপি, মুড়কি, পাঁপড় ভাজাসহ হরেক রকমের মুখরোচক খাবার। রাতভর চলে এই মেলা। করোনা কাটিয়ে এবার হিন্দুধর্মাবলম্বী ও দর্শনার্থীদের আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে মেলা।

আরও পড়ুন: রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা শুরু

এবার পূজার সঙ্গে মেলায় পুণ্যার্থী ও  দর্শনার্থীদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বলে জানান কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান।

রাজবাড়ী পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক রনজিৎ সিংহ বলেন, মেলা এখন পূজার অংশ হয়ে গেছে। আগে থেকেই পূজা শুরুর সঙ্গে মেলাও হয়ে আসছে। সব ধর্মের মানুষের আগমনে মেলা মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।

রাজবাটি উদ্‌যাপন কমিটির মতে এবার নিয়ে পূজার আয়োজন ২৬৯ বছরে পদার্পণ করল। পূজার সঙ্গে এখানে মেলাও চলে আসছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!