২৬৮ জনকে নিয়োগে আবারও এনটিআরসিএর সুপারিশ
<![CDATA[
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ২৬৮ জনকে নিয়োগের জন্য আবারও সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ছাড়া প্রাথমিক নির্বাচনের মাধ্যমে আটজনকে এমপিও পদে প্রতিস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি, যোগদান করেও এমপিওভুক্ত হতে পারেননি, এমপিও পদে আবেদন করে নন-এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কারণে নিয়োগে নিষেধাজ্ঞা থাকায় যোগদান করতে পারেননি এরূপ প্রার্থীদের মধ্যে ২৬৮ জনকে নিয়োগ সুপারিশ এবং আটজনকে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে এমপিও পদে প্রতিস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকে নির্বাচিত প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে
এতে আরও বলা হয়, সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) তৃতীয় গণবিজ্ঞপ্তি সেবা বক্সের প্রতিস্থাপন মেন্যুতে অথবা সরাসরি ngiresult.teletalk.com.bd লিঙ্ক-এ ক্লিক করে ফলাফল দেখতে পারবেন।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ওই লিংক থেকে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোডপূর্বক প্রিন্টেড কপি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।
]]>




