২৭ জানুয়ারি কী ঘটতে যাচ্ছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে
<![CDATA[
বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই দিন শুরু করেন। কারণ রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন বিষয়ের প্রতি অধিক খেয়াল রাখতে হবে, কোন কাজ আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, আপনার সামনে কোন বাধা আসতে পারে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে। এ কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।
আজ শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ছোট ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে সময় কাটাবেন। বাবার কাছ থেকে বিশেষ উপহারও পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃষ
বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। হঠাৎ করে আপনার কোনো কাজ মাঝপথে আটকে যাওয়ায় আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। সারা দিন নির্ভার ও সুখ সময় কাটাবেন। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে।
মিথুন
কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। ভ্রমণের কোনো আলোচনা থেকে সমস্যা হতে পারে। কোনো নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। পড়াশোনার জন্য দিনটি খুব ভালো। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। আপনার থেকে বয়সে ছোট কারো সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পেতে দেরি আছে।
কর্কট
অতীতের কোনো বিষয় নিয়ে নতুন করে ঘোর সংকট তৈরি হবে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। চোখের কোনো রোগ হতে পারে। উন্নতির যোগ আছে। জলপথে বিপদ হতে পারে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।
আরও পড়ুন : কী ঘটেছিল ২৭ জানুয়ারি, জেনে নিন বিস্তারিত
সিংহ
ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। নিজের ভুল সংশোধন করায় ব্যবসায় উন্নতি হতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। দূরে ভ্রমণ না করাই ভালো হবে। বিশেষ বড় কোনো কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনো অশান্তির জন্য মানসিক কষ্ট। তবে ব্যবসা থেকে শান্তি পেতে পারেন। বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে পারে।
কন্যা
দিনটি ভালো যাবে না। কোনো বন্ধুর কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। শুল্ক ও করসংক্রান্ত ঝামেলার আশঙ্কা। দাম্পত্যকলহ সৃষ্টি হতে পারে। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে।
তুলা
মন অশান্ত হবে। অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। কথোপকথনে ধৈর্য ধরুন। চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন, তবে দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে। পোশাকের প্রতি ঝোঁক বাড়তে পারে। আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। রাগের মুহূর্ত এবং তৃপ্তির অনুভূতি থাকবে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। মানসম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক
ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। আজ মাথায় কোনো কুচিন্তা এলে তাকে বেশি আমল দেবেন না। মানসিক চঞ্চলতা থাকতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। মানসিক শান্তির জন্য যেকোনো কাজে নিযুক্ত হোন, যেটি আপনাকে আনন্দ দেয়। আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব স্থানে যাবেন না
ধনু
আজকের দিনটি এই রাশির বিবাহিতদের ভালো কাটবে। আপনার গৃহস্থ জীবনে সুখ, শান্তি ফিরবে। আজ কোনো আর্থিক লেনদেন না করাই ভালো। অফিসে কাজের চাপ কম থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
মকর
আনন্দে দিন কাটাবেন মেষ রাশির জাতকরা। বহুদিন পর আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। কারও সাহায্যে আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন। চাকরিজীবীরা আর্থিক পরিকল্পনায় লগ্নি করতে পারেন। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। ধৈর্যসহকারে তাদের মোকাবিলা করুন।
কুম্ভ
পড়াশোনার জন্য দিনটি খুব ভালো। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। ভ্রমণের কোনো আলোচনা থেকে সমস্যা হতে পারে। ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন আজ। ফাটকা বা লটারিতে আয় হতে পারে। ধর্মে আগ্রহ বাড়বে।
মীন
আজকের দিন আপনার জীবনে ধার্মিক উন্নতি হবে। আপনি আজ কিছু কাজ শেষ করতে ভয় পাবেন। ভয় কাটিয়ে নিতে হবে। যার জন্য আপনাকে আপনার বন্ধুদের সঙ্গেও কথা বলতে হবে। সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরে অর্থ বিনিয়োগ করুন, নয়তো আপনাকে পরে আর্থিক সংকটের মুখোমুখি হতে হতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে।
]]>




