বিনোদন

২৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

<![CDATA[

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৯২ – ক্রিস্টোফোর কলম্বাস কিউবা উপকূল আবিষ্কার করেছিলেন।
১৬৩৮ – হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৭২৬ – জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।
১৮৩১ – মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।
১৮৮৬ – নিউইয়র্ক পোতাশ্রয়ে ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থাল্ড কর্তৃক নির্মিত স্টাচু অব লিবার্টি স্থাপন করা হয়।
১৯১৮ – চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২০ – অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।
১৯২৯ – ফ্লোরিডায় একটি বিমানে প্রথমবারের মতো শিশু জন্মের ঘটনা ঘটে।
১৯৪০ – ইতালি গ্রিস আক্রমণ করে।
১৯৪৪ – মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫২ – গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
১৯৬২ – কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।
১৯৬২ – গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।
১৯৮৯ – ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।
১৯৯১ – পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।
২০০৬ – বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়তের সঙ্গে সংঘর্ষে ১৮ জন নিহত হন।

আরও পড়ুন: ত্রিশ বছর পর ঠিকানা বদলাচ্ছে বুকওয়ার্ম বাংলাদেশ
 

জন্ম

১৫৮৫ – কর্নেলিয়াস জান্সেন, তিনি ছিলেন ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ।
১৬৯৬ – মরিস ডি সাক্সে, তিনি ছিলেন ফ্রান্সের মার্শাল জেনারেল।
১৮০৪ – পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, তিনি ছিলেন বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক।
১৮৬৭ – ভগিনী নিবেদিতা, আইরিশ বংশোদ্ভূত ভারতীয় নার্সের, শিক্ষাব্রতী ও লেখিকা।
১৯১২ – ব্রিটিশ শারীরবিজ্ঞানী রিচার্ড ডল জন্মগ্রহণ করেন।
১৯১৩ – ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক ডগলাস সেয়ালে জন্মগ্রহণ করেন।
১৯১৩ – ডগলাস সেয়ালে, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ জন্মগ্রহন করেন।
১৯১৪ – পোলিও প্রতিরোধক ওষুধের মার্কিন উদ্ভাবক জোনাস সল্ক।
১৯৩৮ – অ্যানা পেরি, তিনি ইংরেজ লেখক।
১৯৫৫ – বিল গেটস, তিনি মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা ও সাবেক সি ই ও।
১৯৬৩ – ইরোস রামাযোটি, তিনি ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার।
১৯৬৭ – অভিনেত্রী জুলিয়া রবার্টস।
১৯৮০ – অ্যালান স্মিথ, তিনি একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৮৪ – ওবাফেমি মারটিন্স, তিনি নাইজেরিয়ান ফুটবলার।

মৃত্যু

০৩১২ – মাক্সেন্টিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৬২৭ – মোগল সম্রাট জাহাঙ্গীর।
১৭০৪ – জন লক, তিনি ছিলেন প্রভাবশালী ইংরেজ দার্শনিক ছিলেন।
১৮৯৪ – বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী মৃত্যুবরণ করেন।
১৯০০ – ম্যাক্স মুলার, তিনি ছিলেন বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।
১৯৫২ – বিলি হিউজেস, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৭ তম প্রধানমন্ত্রী।
১৯৭১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হন।
১৯৭৩ – তাহা হুসাইন, তিনি ছিলেন মিসরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক।
১৯৯৮ – টেড হিউজেস, তিনি ছিলেন ইংরেজ লেখক, কবি, নাট্যকার।
২০০৫ – রিচার্ড এরেট স্মোলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
২০০২ – অন্নদাশঙ্কর রায়, তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!