২৮ বছরেও জাতীয়করণ হয়নি বীরশ্রেষ্ঠের নামে কলেজটি
<![CDATA[
প্রতিষ্ঠার ২৮ বছর পরও জাতীয়করণ করা হয়নি নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন ডিগ্রি কলেজটি। বীরশ্রেষ্ঠের জ্যৈষ্ঠ কন্যার আকুতি, প্রধানমন্ত্রীর নির্দেশ যাতে দ্রুত বাস্তবায়ন করে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন এবং চট্টগ্রাম বিভাগের একমাত্র বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন। যার জন্ম নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া গ্রামে। স্থানীয়দের উদ্যোগে তার নামে প্রতিষ্ঠা করা হয় নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন ডিগ্রি কলেজ। বারবার এই কলেজটি জাতীয় করণের দাবি জানিয়েও সুফল পাচ্ছে না শিক্ষার্থী ও এলাকাবাসী।
বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণের পাশাপাশি স্নাতক পর্যায়ের সব কোর্স চালুর দাবি জানান শিক্ষার্থীরা। তাদের মতে এই কলেজটি জাতীয়করণ করা হলে এ অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি পাবে।
নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন জানান, ২০১২ সাল থেকে এই পর্যন্ত সরকারে বিভিন্ন দফতরে বারবার আবেদন করেও কলেজটি জাতীয়করণ করা যায়নি। এলাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের দাবি কলেজটি যাতে দ্রুত জাতীয়করণ করা হয়।
আরও পড়ুন: শিক্ষক-অবকাঠামো সংকটে মৌলভীবাজার সরকারি কলেজ
বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনের জ্যৈষ্ঠ কন্যা নুরজাহান বেগম বলেন, ‘আমি ২০২০ সালের ২ মার্চ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কলেজটি জাতীয়করণ করার অনুরোধ করলে তিনি শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় গত দুইবছরেও তা বাস্তবায়ন করেনি।’ তিনি শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানান।
কলেজটিতে বর্তমানে উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণির প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে এবং ৩৪ জন শিক্ষক ও ১৬ জন কর্মচারি রয়েছে।
]]>